শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টানা দুই দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পাথরবাহী ট্রাক আটক করেছে।
গত ৬ ও ৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার)পরিচালিত এ অভিযানে ইয়াবা,গাঁজা এবং অবৈধভাবে উত্তোলিত পাথরসহ কয়েকজনকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,প্রথম অভিযানে মোঃ মাসুদ (২৩), পিতা মৃত নুর মিয়া, সাং ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে আশরাফুল ইসলাম (৩৬),পিতা নুরুল ইসলাম,সাং মোড়লো আজাপাড়া,থানা-ধামইরহাট,জেলা নওগাঁ এর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তৃতীয় অভিযানে জোসনা ওরপে রাহেলা আক্তার (৫০), স্বামী ময়না মিয়া,সাং টুকেরগাঁও,কোম্পানীগঞ্জ,এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, আন্নাজা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা,ভাঙ্গারপাড় এলাকায় পুলিশের পৃথক অভিযানে শাহ আরফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় তিন টন পাথর ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গতকাল রাতে তেলিখাল লামা ডিস্কি বাড়ী থেকে ১৩৪ পিস মদ উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অবৈধ পাথরবাহী ট্রাক মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জব্দকৃত পাথর মসজিদে দান করা হয়। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন,মাদক নির্মূল ও অবৈধ খনিজ সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩