রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ, পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন বার্নির ঘাট বিওপির সীমান্ত পিলার ৭৯৭/৬-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।

অভিযানে প্রায় ১০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, এসব পাথর কিছু অসাধু ব্যবসায়ী যন্ত্রচালিত নৌকার মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছিল।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নদী ও চরাঞ্চল থেকে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতি ঘটাচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) তিস্তা নদীর তেলিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করে।

অভিযানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে জব্দ করা পাথর জনপ্রতিনিধিদের হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে কাস্টমস প্রতিনিধিদের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদ্বীন বলেন, “সীমান্ত এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা নয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বও পালন করছে। সীমান্ত এলাকায় শান্তি ও টেকসই পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এই ধরনের অভিযান নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩