শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী ইশতিয়াক প্রকাশ অভি, জনি ও জ্যাকি গ্রেফতার রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের লাখ টাকার ফসল ছাত্রদল নেতা মঞ্জু মালের অঙ্গীকার-হাফিজ ইব্রাহিম এমপি’র বিজয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আরিফুল হক’কে বরণে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’ পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

আরিফুল হক’কে বরণে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল

ফয়ছল আহমদ নুমান, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন।

বৃহস্পতিবার ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল নামে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিমানবন্দরে পৌঁছান নেতাকর্মীরা। এসময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা: আরিফ ভাই আরিফ ভাই, গোয়াইনঘাটে ধানের শীষ, কোম্পানীগঞ্জে ধানের শীষ, জৈন্তাপুরে ধানের শীষ।

আরিফুল হক চৌধুরী এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের জনগণকে সালাম জানিয়ে আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। তখন ঘোষিত তালিকায় আরিফুল হকের নাম না থাকলেও পরে তাকে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মনোনয়ন দেন দলের চেয়ারপার্সন। শুরুতে তিনি এ আসনের মনোনয়নে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে রাজি হন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সভাপতি মন্তাজ মেম্বার, ফজলু মেম্বার, আতাউর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সদস্য আব্দুল আলিম মাখনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়নভিত্তিক উপস্থিত নেতা-কর্মীরা:

১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি কুদ্দুস মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া।

২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি আফিক আহমেদ, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।

৩নং তেলিখাল ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি রহমত আলী, সিনিয়র সহ-সভাপতি রুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া।

৫নং উত্তর রনিখাই ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফায়েজ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন।

সহ প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা বলেন, আরিফুল হক চৌধুরীর আগমন সিলেট-৪ আসনে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করবে। শ্রমিক দলের কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা তৃণমূল পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩