শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ চোরাইকৃত গরুসহ মোঃ:শহীদ জিয়া(২০) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেম্পল বাগান এলাকা থেকে চোরাইকৃত গরু দুইটি উদ্ধার করে।পরে অভিযোগের ভিত্তিতে চোর চক্রের সদস্য মো শহীদ জিয়া (২০)কে ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকিরা বাজার এলাকা থেকে পুলিশ আটক করে। ধৃত চোর একই এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত বুধবার (৫ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উক্ত ওয়ার্ডের চেম্পল বাগান এলাকার মোঃ নুরুল হুদার গোয়াল ঘর থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের দুই টি গরু চুরি হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন গরুসহ চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩