বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান ঠাকুরগাঁওয়ে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী পাঁচবিবির পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংগা গ্রামের মুন্না মোনাফের ছেলে মজনু মিয়া (২৫),
২. রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯),
৩. মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০), এবং
৪. ভাংগুনী ডাংগা গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

রায়ে সন্তুষ্ট হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম মোছা: হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরদিন ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের ৭ ও ৭/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।

প্রায় চার বছর ধরে চলা আইনি লড়াই শেষে আদালত বুধবার এই রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩