বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তি সদস্য ও কর্মী হিসেবে যোগদান করেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের সবুজ পাড়াস্থ দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য ও কর্মী যোগদান অনুষ্ঠানে এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ফুলের তোড়া দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।
এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজর আলী, যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম,
রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাড. সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম, ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন।
অনুষ্ঠানে ছাত্র পক্ষের ৩০ জন সদস্য সহ জেলা ও উপজেলা কমিটির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩