বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
মো: সোহেল রানা , ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামাতে ইসলামী’র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ) বিকেলে আখানগর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মুহাম্মদ তুজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ইসলামী ছাত্রশিবির ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
প্রধান অতিথি দেলাওয়ার হোসেন বলেন,“দেশের উন্নয়ন ও জনকল্যাণে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায্য সমাজ গঠনই জামাতে ইসলামী’র লক্ষ্য।”
বক্তারা বলেন, উঠান বৈঠক জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। এ ধরনের বৈঠকের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়।
অনুষ্ঠানে শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিপূর্ণ হয়ে উঠেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩