বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন শেষে উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আবদুল গফফার রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহসভাপতি মাওলান আবুল ফজল, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল আহাদ নোমানী, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা গৌছউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, ইউরোপ জমিয়ত নেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী, দোয়ারাবাজার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা শফিক উদ্দিন ফুরকানী, মাওলানা বদরুল আলম, প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে মনোনীত করেছে, খেজুর গাছ প্রতীক কে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা কে আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করা হবে।
পথসভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের মনোনীত প্রার্থীকে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক কে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩