মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন ছাত্রদলের উদ্যোগে সন্তোষ-টাঙ্গাইল সড়ক মেরামত ময়মনসিংহে ১১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা ‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা

মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ ও মাদারীপুর-৩ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লার। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

তবে মাদারীপুর-২ আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

জানা গেছে, আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

অপরদিকে, মাদারীপুর-১ আসনের প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩