বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০ চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। মিছিলটি চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ থেকে শুরু হয়ে বাজার ঘুরে হায়দার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের জোর দাবি জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের খুনিদের বিচার এখনো দৃশ্যমান হয়নি। যারা গুম করেছিল, তাদের বিচার দৃশ্যমান হয়নি। তবে যারা ধরাছোয়ার বাইরে ছিলেন, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। চৌদ্দগ্রামে শহীদ সাহাব উদ্দিনসহ অসংখ্য মানুষের খুনি পুলিশের আইজিপি এখন দেশের বাইরে পলাতক।

ছাত্র-জনতার দাবি হচ্ছে, খুন-গুমের বিচার শেষে নির্বাচন। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে মৌলিক বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। জনতার দাবির প্রেক্ষিতে জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু সরকার জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোট নিয়ে গড়িমসি করছে। আমরা সমমনা ৮টি দল ৫ দফা দাবি আদায়ে ঐক্যমত আন্দোলন করছি। মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি না হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে।

অন্যান্য বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায় কিভাবে করতে হয়, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালো করেই জানে। পতিত ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। জনগণ বাংলার মাটিতে তাদের আর কোনো সুযোগ দিতে চাই না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩