রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীর তীরে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় এবং মজুদকৃত কাঠ নদীর তীরে ফেলে রেখে যায়।
অভিযান শেষে টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির মোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।
মারিশ্যা জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ কাঠ পাচার চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে নদীপথে কাঠ পাচার করে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ প্রসঙ্গে মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন,
“আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, কাঠ ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান দমন করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সুত্রে জানা যায়, কাচালং নদী সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে এই নদীপথ ব্যবহার করে কাঠ পাচার হয়ে আসছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে নিয়মিত অভিযান কাঠ পাচার রোধে সহায়ক ভূমিকা রাখবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩