শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারীয়া এলাকা থেকে মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪), পিতা-মৃত সামছুল হক চৌধুরী, সাং- কামাত আঙ্গারীয়া, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়ামুল আরিফ এলাকায় মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং নানান অপকর্মে জড়িত ছিল।তার অত্যচারে এলাকাবাসী অতিষ্ট ছিলো। এলাকায় তাকে সবাই মাদক সম্র্রাট হিসেবে চিনতো। তার ভয়ে কেও মুখ খুলতো না। এমনকি প্রশাসন ও তাকে ভয় পেত। সে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীদের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরীর ছোট ভাই।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩