শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শাওন বলে, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সিকদার, সহকারী শিক্ষক আলামিন ও লক্ষ্মী রানী হাওলাদার উপস্থিত ছিলেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা গজল, কবিতা পাঠ ও বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরবর্তীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গজলসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩