রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক পরিবার ,দ্রুত সংস্কারের দাবি

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ 

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার টিলার চর থেকে দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গী পর্যন্ত একমাত্র সংযোগ ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন এ পথ দিয়ে শত শত মানুষ চলাচল করলেও তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।

টিলার চর ও দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গীর মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজ। এর মাধ্যমে দুই এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, বয়স্ক মুরুব্বি থেকে শুরু করে সাধারণ পথচারীরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল।

ব্রিজটির কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। এর ফাটল ও ভাঙা অংশ দিয়ে হাঁটা বা যানবাহন পার হওয়া প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। ইতোমধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

ভাঙা ব্রিজ পার হওয়ার সময় সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ও হতাশা আরও বেড়ে গেছে। তাদের দাবি— দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ ব্রিজটির সংস্কার হয়নি। তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যেন জরুরি ভিত্তিতে এ ব্রিজটি সংস্কার করা হয়।

ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সবাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩