বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে এবং খেলাধুলার মান উন্নয়নে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শিবগঞ্জের সৈয়দপুর ও দেউলি ইউনিয়নের মধ্যবর্তী গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দশম শ্রেনীর এবং অষ্টম শ্রেণীর মধ্যকার এই আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের শারীরিক শিক্ষক সেকেন্দার আলীর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ,এস,এম ফসিয়ার রহমান।
এইসময় আরো উপস্থিত ছিলেন, গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, অনিল কুমার, উজ্জ্বল কুমার, ফিরোজ ইসলাম, আজিম উদ্দিন, আব্দুস সামাদ, আমিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবীর, আবু সাঈদ, হানিফ মন্ডল, আল আমিন ইসলাম, ছফুরা বেগম, আকিকুন নাহার , ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতেই এমন আয়োজন। আমাদের বিদ্যালয়ে এমন আয়োজন সামনের দিকে চলমান থাকবে”।
উক্ত খেলায় অষ্টম শ্রেণীকে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন দশম শ্রেনী
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩