বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুল আজ বুধবার আনুমানিক সময় দুপুর ১২ টার দিকে পাশের গ্রামে নৌকা যোগে বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান নিয়ে যাওয়ার সময় চিনিধুকুরিয়া গহিন বিলে নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা চারজন নিখোঁজ হয়, তবে হাত দিয়ে উঁচু করে নিহত মনিরুল তার ছেলেকে তুলে ধরে রেখেছিল পরবর্তীতে সে ডুবে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তিনজন জীবিত উদ্ধার হলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ এলাকাবাসী পানি থেকে উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শী আবু সুফিয়ান জানান, নৌকা ডুবে যাওয়ার সময় নিহত মনিরুল তার সন্তান মাসুম কে বাঁচাতে গিয়েই পানিতে তলিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩