বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানো নিয়ে এলাকায় উত্তেজনা, একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায় পিতার জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা সাদাপাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি! শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫

রাতে শিক্ষার্থীদের বাহিরে ঘোরাফেরা-আড্ড আকস্মিক অভিযানে ইউএনও

চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছদ্মবেশে শিক্ষার্থীদের ও উঠতি বয়সের যুবকদের রাতের বেলায় আড্ডা-ঘোরাফেরা নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৯থেকে ১০টা পর্যন্ত চৌদ্দগ্রাম মডেল স্কুল পাশে মহাসড়কের শ্যামলী কাউন্টার ,পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে ও বাজারের আশেপাশের এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। এছাড়া, কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হয়।

শিক্ষার্থীদের সতর্ক করে ইউএনও বলেন , রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই ধরনের আচরণ ভবিষ্যতে আইনগত পদক্ষেপের বিষয় হবে।

তিনি আরও জানান এই অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

ইউএনওআরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩