সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ববিতে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের দাপট, প্রশাসনিক-একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন ব্রাজিল তারকা নেইমার পবিপ্রবিতে লোন কেলেঙ্কারি,দুদকের অভিযান। আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা সাপের কামড়ে দুমকীতে বৃদ্ধের মৃত্যু চুনারুঘাটে প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন নাসিরনগরে জাল টাকা সহ গ্রেফতার-৩ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারী ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন শরীয়তপুরে জেডএইসসিবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়, শিক্ষার্থীদের ৩ দফা দাবি ঘোষণা জাবির রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষনা, সভাপতি রোম্মান, সম্পাদক রায়হান

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এবং ইসলামীক এডুকেশন সোসাইটির আয়োজনে “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” বাস্তবায়ন জন্য এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে পাঁচবিবি ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ছামসুল আলম মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন- শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আদর্শ মানুষ গঠন। কেবল পাস-ফেল নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, মেধা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। জাতীয় মেধাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে।

তিনি শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক ভিত্তির শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ সুজাউল করিম।

তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষা শুধু চাকরির উপায় নয়, বরং আদর্শ জীবনের ভিত্তি গঠনের মাধ্যম। মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও আগ্রহ সঞ্চার করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান মুকুল,বাংলাদেশ কিল্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তান।,তারা তাঁদের বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ও চারিত্রিক উন্নয়নেও শিক্ষকরা যেন ভূমিকা রাখেন, সেটিই সময়ের দাবি।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাঁচবিবি ছমিরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু,
রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাস,বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন।

তারা বলেন, জাতীয় মেধাবৃত্তি-২০২৫ কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেধাবৃত্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং প্রত্যেক প্রতিষ্ঠানে প্রচার ও রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩