শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১নং মোকামতলা ইউনিয়ন পরিষদে ২০৫ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪আগস্ট) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তারের নেতৃত্বে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, যে কোনো ভাতা কার্ড করতে টাকা লাগবে না,ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কারো সাথে কোন অবৈধ লেনদেন করবেন না, তিনি আরো বলেন সরকারের ভিডব্লিউবি কর্মসূচির লক্ষ্য হচ্ছে অসহায় ও দুস্থ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ করছি যাতে কেউ বঞ্চিত না হয়।
উপস্থিত ভুক্তভোগীরা চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩