বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সফল কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিমের সঞ্চালনায় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সোহানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আঃ হক সরকার।
এইসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, সেক্রেটারি আল ইমরান, সাবেক জেলা সভাপতি রুকোনুজ্জামান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক নুরুল ইসলাম আকন্দ, সাবেক শহর সভাপতি আনিসুর রহমান , সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক এ্যাডভোকেট সাকিল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু হানিফা ,জেলা অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন ,জেলা প্রকাশনা সম্পাদক মেহেদুল ইসলাম,জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হুজাইফা , মহাস্থান আদর্শ থানা শাখার সভাপতি জোবায়ের, পিরগাছা আদর্শ থানা শাখার সভাপতি আলি হাসান সহ আরো অনেকেই।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করার পরামর্শ দেন এবং আদর্শ, নৈতিকতা ও উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ৩৫০ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃতি শিক্ষার্থীরা ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩