বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কুয়েটে নবীনদের ওরিয়েন্টেশন ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট ‎মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার জাবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেট ইউনিয়নের যাত্রা শুরু শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা নিকলীতে যুব দিবস পালিত শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সৌদিতে আকামা প্রতারণায় দালাল হাতিয়ে নিল লাখো টাকা মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল কটিয়াদীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত মিটফোর্ড হত্যাকাণ্ড ও মাইলস্টোন দুর্ঘটনার চিত্র মুছতে প্রশাসনের নির্দেশনা জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নোমাইনুল ইসলাম , ‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌যালি , প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

‎উক্ত যুব দিবস অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজই প্রধান চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে যুবদের জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬টি ব্যাচে মোট ১৮০ জন যুবক-যুবতী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সবাইকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়—দুইজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয় এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যুব দিবস পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩