মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
মাহমুদ মান্না, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রের কারিগর মো. সোহেল রানা (৩৬) মাদকসহ গ্রেফতার হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সন্দ্বীপ থানার অস্ত্র মামলা নং-০২(০৮)২৫ এর এজাহারনামীয় পলাতক আসামি।
গ্রেফতারকৃত সোহেল রানা মগধরার সারিকাইত এলাকার কাচিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতা মো. খাদমুল ইসলাম ও মাতা নিলুফা বেগম।
অভিযানের সময় পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে সোহেল কে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৫০ টি ইয়াবা মাদক সহ গেপ্তার করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩