মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবির বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আনিছুল ইসলাম চৌধুরী (বেলাল) এর সহধর্মিণী মরহুমা নার্গিস বেগমের নামাজে জানাযা এক হৃদয়বিদারক পরিবেশে অনুষ্ঠিত হয়। মুষলধারে বৃষ্টির মাঝেও শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে মরহুমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নৃুর জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম মন্ডল ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।
মরহুমার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী ও মরহুমার আপন ভাই মহাব্বতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ গোলাম রব্বানী। জানাযা নামাজের ঈমামতি করে মরহুমার আত্মীয় মোঃ আব্দুস সামাদ।
জানাযায় অংশগ্রহণকারীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসীর মধ্যে ছিল শোকের ছায়া, তবে সকলেই মরহুমার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩