মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আগামী ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় মোকামতলা ইউনিয়ন পরিষদে গণশুনানির মাধ্যমে জনমত গ্রহণ করবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ৭ আগস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, মোকামতলা বন্দরের পৌরসভায় উন্নীতকরণের প্রস্তাবের বিষয়ে স্থানীয় জনগণের মতামত প্রয়োজন। তাই সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থেকে মূল্যবান মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ১৫ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৌরসভা গঠনের আবেদন জমা দেন মীর শাহে আলম। এ উদ্যোগের খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। তাদের আশা, পৌরসভা গঠন হলে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো ও জীবনমানের মানোন্নয়ন ঘটবে।
স্থানীয়রা মনে করেন, এই দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে ভূমিকা রাখায় বিএনপি নেতা মীর শাহে আলম প্রশংসার দাবিদার।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩