সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
আজ ৯ আগস্ট শনিবার জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে মাওলানা সাইদুর রহমানকে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা করা হয়েছে।
জয়পুরহাট শহর জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনে এই ঘোষণা দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন, সদ্য বিদায়ী শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুর রহমান।
সমাপনী বক্তব্যে মাওলানা সাইদুর রহমান আগামী দিনে শহর জামায়াতকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সদ্য বিদায়ী শহর আমীর মাওলানা আনোয়ার হোসেনকে জেলা জামায়াতের কমিটিতে স্থানান্তর করা হয়েছে। তিনি সেখানে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩