শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য সাংবাদিকদের মারার হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ‘চির উন্নত মম শির’-এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, “যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?” তারা সাংবাদিক হত্যার মতো বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি ঘটনাপূর্ণ সময় পার করার পরও দেশে এ ধরনের অরাজকতা চলতে থাকাটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ অবস্থার জবাবদিহি দাবি করেন।

তারা নিহত সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান বলেন, “ দেশের গণমাধ্যমকে বলা হয় ৪র্থ স্তম্ভ, আপনারা দেখেন বিগত সময় থেকে এখন পর্যন্ত বার বার সাংবাদিকদের আঘাত, নির্যাতন করা হয়। কালকে আমার ভাই তুহিন মারা গেছে, কালকে হয়তো রাস্তায় আমি মারা যাবো, তারপরের দিন হয়তো আপনি মারা যাবেন। গণঅভ্যুত্থানের পরও এইযে একের পর এক হত্যা, খুনের ঘটনা ঘটছ, তাহলে কি রাষ্ট্র ব্যর্থ? আজকে সংবাদিক মারা যাচ্ছে, আগামীকাল সাধারণ মানুষ মারা যাবে। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা ক্ষমতায় বসে আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে আপনারা পদত্যাগ করুন।”

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতি বেগম বলেন, “ অতীতেও আমরা দেখেছি সাগর- রুনির হত্যাকাণ্ডের বিচারকান্ডের তদন্তের প্রতিবেদন ১১৯ বার পেছানো হয়েছে, কেনো পেছানো হলো এখনো আমরা জানিনা। তেরো বছর ধরে ২ টা খুনের বিচার হয়নি। দেশে একের পর এক সাংবাদিকদের উপর হামলা অসংখ্য সাধারণ মানুষ কে হত্যা, খুন, গুমের ঘটনা ঘটেই চলেছে কিন্তু কোনো বিচার হচ্ছেনা, আমরা জানি যে বিভিন্ন ধরনের আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষার নিদিষ্ট করে কোনো আইন নেই, প্রসাশনের কাছে আমাদের দাবি থাকবে যেনো সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করা হয় এবং সকল হত্যা, ঘুম, খুনের দ্রুত বিচার করা হয়। ”

উল্লেখ্য, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি সপরিবারে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩