শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ক্লিনিক সিলগালা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সিভিল সার্জন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টার-কে সিলগালা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
ক্লিনিক দুইটি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩