বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন শিবগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজন আটক

মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ৩ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

“প্রেরণা ও সাহসের জুলাই” শিরোনামের এই প্রতিযোগিতায় টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যা ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে–২য় শ্রেণির গ্রুপে প্রথম হয়েছে ইবি সরকারি শিশু স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নবনিতা মণ্ডল; দ্বিতীয় হয়েছে সন্তোষ রানীদিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিশা রহমান সায়নি এবং তৃতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ।

তৃতীয়–পঞ্চম শ্রেণি গ্রুপে প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাওনাক রাসেল নিধি, দ্বিতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুল চতুর্থ শ্রেণির জুনায়েদ আল সানিউল এবং তৃতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিম।

ষষ্ঠ–অষ্টম শ্রেণি গ্রুপে প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সাদিয়া, দ্বিতীয় হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়াত হক সারা এবং তৃতীয় হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাত জাইমা।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় তিনি বলেন, “এই প্রজন্মের মাঝে ইতিহাস-চেতনা জাগ্রত করা আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশপ্রেম, সাহস ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে।”

উল্লেখ্য, মাসব্যাপী কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও নানা সাংস্কৃতিক আয়োজন চলবে, যার মাধ্যমে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩