বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন শিবগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজন আটক

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১ আগস্ট) সকালে এক গুরুত্বপূর্ণ পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং পুলিং এজেন্ট এর মাষ্টার ট্রেইনাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচারনা কমিটির সভাপতি, জয়পুরহাট ১ আসনের জাতীয় নির্বাচনের পরিচালক ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া আঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

তিনি তার বক্তব্যে পুলিং এজেন্টদের সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ, ভোট গ্রহণের নিয়মাবলী এবং কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুশৃঙ্খল, সচেতন ও প্রশিক্ষিত পুলিং এজেন্ট একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। সংগঠনের সাফল্য অনেকাংশেই পুলিং এজেন্টদের সততা, প্রস্তুতি ও তৎপরতার উপর নির্ভর করে।

এছারাও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন এবং জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস. এম. রাশেদুল আলম সবুজ।

কর্মশালায় জেলার সকল কর্মপরিষদ সদস্য, উপজেলার আমীর ও সেক্রেটারিগণ এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচনী দিনের করণীয়, আচরণবিধি, ভোট গ্রহণ ও গণনার নিয়মাবলী, কেন্দ্রীয় নির্দেশনা এবং আইনি দিকগুলো নিয়ে বিস্তারিতভাবে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই কর্মশালার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলা জামায়াতের প্রস্তুতির দৃঢ়তা এবং দায়িত্বশীল সাংগঠনিক কাঠামোর প্রতিফলন ঘটেছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সচেতনতা, জবাবদিহিতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩