সোমবার, ২৮ Jul ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
মোঃ ইমরান শেখ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি অশান্ত হাওলাদার (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর শহরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অশান্ত হাওলাদার ফরিদপুর জেলার মধুখালী থানার বেলেশ্বর গ্রামের লব হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মধুখালী থানায় দায়ের করা জিআর মামলা নম্বর ৩২৩/১৭; ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক) অনুযায়ী আদালত থেকে সাজা পরোয়ানা জারি ছিল।
গ্রেফতার পরবর্তী তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩