সোমবার, ২১ Jul ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় পৃথক অভিযানে ইয়াবা এবং গাজাসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং মোংলা থানা পুলিশ। আটককৃতরা মাদক ব্যবসা এবং সেবনের সাথে জড়িত।
শুক্রবার (১৮ জুলাই) রাতে মোংলা পৌর শহরসহ উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযান চালান। এসময় কোস্ট গার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেলাবুনিয়ার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আলী (৬৩) কে ২০০ পিস ইয়াবা, মোড়েলগঞ্জ উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার (৫২) কে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
অন্য দিকে মোংলা থানা পুলিশের অভিযানে মালগাজী গ্ৰামের ৪ নং ওয়ার্ডের মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিহাদুল ইসলাম (২২) কে ২৫ গ্ৰাম গাঁজা এবং পৌর শহরের মাদ্রাসা রোডের সরোয়ার ভুঁইয়ার ছেলে মোঃ মানজারুল (২৫) কে গ্রেফতার করা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতার করা আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩