রবিবার, ২০ Jul ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,জয়পুরহাট জেলা শাখার ২০২৫ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে মোঃ তারেক হোসেন সভাপতি এবং মোঃ আশরাফুল ইসলামকে সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার ১৭ জুলাই সুন্ধায় জয়পুরহাট জেলা শাখার এক বিশেষ প্রতিনিধি সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি, জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে। শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম ছড়িয়ে দিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ তারেক হোসেন বলেন, ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে আমরা জয়পুরহাট জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ,দেশপ্রেমিক ও নেতৃত্বগুণে গুণান্বিত শিক্ষার্থী গঠনে সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশ-জাতির কল্যাণ এবং ছাত্রসমাজের আদর্শিক বিকাশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ জয়পুরহাট জেলা শাখাকে একটি কার্যকর, শক্তিশালী ও আদর্শ শাখায় পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের মাঝে ইসলামী আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং নেতৃত্ব সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলা শাখার এই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩