মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই বাংলাদেশ)-এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইসমাম।কার্যকর ও গতিশীল স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা প্রেস্টিজ ৫ জুলাই ২০২৫ ঢাকার বনানীতে এক ব্যতিক্রমধর্মী সাধারণ সভা (Extraordinary General Assembly) আয়োজন করে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট: জনাব সাইয়েদ সাহিব আহমেদ, ভাইস প্রেসিডেন্ট: জনাব ফাহাদ আল ইসলাম, ডিরেক্টর: জনাব শাহ রাফায়েত চৌধুরী, জনাব আরবাব মুসা, জনাব আবু বকর, জনাব রাহাদ আবেদিন, জনাব জামিউল ইসলাম বিশ্বাস ও মোহাম্মদ ইমাম হোসাইন, কমিটি চেয়ার: শাফিল রাজ আসগর কবির ও ব্যারিস্টার রোবিউল আলম সইকত। এছাড়াও আরও অনেক দক্ষ সদস্য অধ্যায়টির কৌশলগত লক্ষ্য পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।
নতুন প্রেসিডেন্ট কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইসমাম বলেন, এই যাত্রা আমার জন্য গর্বের, কারণ আমার বাবা কে এম মোজিবুল হক ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ১৯৯৩ সালে JCI World Vice President হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নেতৃত্বগুণ ও সেবামূলক চেতনা থেকেই আমি অনুপ্রাণিত।
২০২৫ সালে জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। আমাদের চ্যাপ্টারের সকল উদ্যমী সদস্যদের সঙ্গে কাজ করে কমিউনিটি ডেভেলপমেন্ট, গঠনমূলক প্রকল্প ও টেকসই প্রভাব তৈরির জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার বক্তব্যে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নৈতিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে জেসিআই ঢাকা প্রেস্টিজ অগ্রণী ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট জনাব কাজী ফাহাদ, উপদেষ্টা তাহসিন শেজান আজিম, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, এবং সদ্য বিদায়ী লোকাল প্রেসিডেন্ট মারুফ মুস্তাকিম মাহির, সহ আরও অনেক গণ্যমান্য অতিথি ও সদস্যবৃন্দ। ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবীদের জন্য নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ব পালনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জেসিআই-এর আওতায় পরিচালিত জেসিআই ঢাকা প্রেস্টিজ বাংলাদেশে সুশাসন, যুব নেতৃত্ব ও দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩