বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম

রোটারিয়ান এম. নাজমুল হাসান পেলেন গুণীজন সম্মাননা

 

আহসান হাবিব হিমেল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের মরহুম আঃ হামিদের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি.) রোটারিয়ান এম. নাজমুল হাসান গুণীজন সম্মাননা পেয়েছেন।

শনিবার (১২ জুলাই) ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গুণীজনদের সম্মাননা প্রদান- ২০২৫ অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান
মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করায় পেয়েছেন “গুণীজন সম্মাননা”। সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজধানী ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা বিশিষ্টজনদের মধ্যে রোটারিয়ান এম. নাজমুল হাসান ছিলেন অন্যতম।

রোটারিয়ান এম নাজমুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিগণ।

রোটারিয়ান এম. নাজমুল হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “এই সম্মাননা শুধু আমার নয়, এটি নেত্রকোণা-৩ আসনের প্রতিটি মানুষের আমার প্রতি তাঁদের ভালোবাসার প্রতিদান। আমি গণমানুষের সেবা করে যেতে চাই আজীবন।’’

উল্লেখ্য, রোটারিয়ান এম নাজমুল হাসান বহু বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও দুঃস্থ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোটারি ক্লাবসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে তৃণমূলে জনসেবা পৌঁছে দেওয়ার জন্য তাঁর এই অবদান সর্বমহলে প্রশংসিত।
স্থানীয় জনগণ এ সম্মাননায় উচ্ছ্বসিত।

সম্মাননা অনুষ্ঠানের সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক এমপি রশিদুজ্জামান, সাবেক এমপি নিলুফার জাহান মনি, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সহ অন‍্যান‍্য আমলা, বিচারক, প্রকৌশলী ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩