শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম। লাশটির পরিচয় শনাক্তে বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার আনুমানিক ৫.৪০টায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিনের নির্দেশনায় আমি লাশটি উদ্ধার করি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, লাশটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জেনেছি। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩