মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার স্কুলের জমিতে কলা গাছ রোপণ করে দখলের চেষ্টা চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত জয়পুরহাটে জামায়াতের ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন : আইন উপদেষ্টা প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর এক কবরের ভিতর থেকে সুমি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমি জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) সকালে ছোটখাটামারী গ্রামের পাশে অবস্থিত একটি পুরাতন কবরস্থানে এক নারী লাউ তুলতে গিয়ে একটি আধাপাকা কবরের দেয়ালের ফাঁক দিয়ে মানুষের পা দেখতে পান। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। খবর পেয়ে এলাকাবাসী কবরটি খনন করে দেখতে পান সেখানে একটি নারীর মরদেহ মাটিচাপা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের পরিবারকে জানানো হয়।

পরিবারের সদস্যরা মরদেহটি দেখে সনাক্ত করেন যে, এটি নিখোঁজ হওয়া সুমি বেগমের দেহ। নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, “আমার বোন গত ২৭ জুন বিকেলের পর থেকে নিখোঁজ ছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমরা বিষয়টিকে গুরুত্ব দেইনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ মেলেনি। আজ হঠাৎ করে কবরের ভেতর থেকে ওর মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে পড়েছি।”

এলাকাবাসী বলছেন, ঘটনাটি রহস্যজনক। কেউ একজন হয়তো পরিকল্পিতভাবে তাকে হত্যা করে গোপনে কবর দিয়ে রেখেছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের ধারণা, হত্যার পর প্রমাণ লোপাট করতে মরদেহ গোপনে কবরস্থানে পুঁতে রাখা হয়েছিল। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩