মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার স্কুলের জমিতে কলা গাছ রোপণ করে দখলের চেষ্টা চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত জয়পুরহাটে জামায়াতের ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন : আইন উপদেষ্টা প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

 

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে পারিবারিক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ৯০ বছরের এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নুর ও তার পরিবার কালু হাজির জমির ওপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় কালু হাজি গিয়ে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটের খোয়া ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে বাদী পক্ষের তিনজন, মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজি (৯০) – মাথায় কোদালের কোপে গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে ভর্তি। মোঃ সেলিম ইসলাম (৪০), মিতা বেগম (৩৫) – দুজনই বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিবাদী পক্ষের দুইজন আহত মোঃ নুর (৩০), মোঃ রাফি হাজি – উভয়ের মাথায় ইটের খোয়ার আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালু হাজি তার নিজের জমিতে রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে নুরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই কোদাল দিয়ে আঘাত করা হয়।”

ঘটনার সময় উপস্থিত থাকা রাস্তার প্রতিবেশী কয়েকজন বলেন, রাস্তার কাজ চলছিল। একপর্যায়ে তর্ক-বিতর্কের মধ্যেই কোদালের কোপ পড়ে কালু হাজির মাথায়।”

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩