সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে, Let’s Talk 3.0 রাজাপুরে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১ বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের হাজারে বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ।

রবিবার(২৯ জুন) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারে আনলে স্থানীয় প্রায় ১৮ জন ভাগীদার মিলে ৬২ হাজার টাকায় কিনে নেন মাছটি। এরপর তারা ১৮ ভাগে সেই মাছ কেটে নেন।এর আগে শনিবার(২৮ জুন) দিনগত ভোর রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার আদু শেখের বরশিতে এই বাঘাইড়টি ধরা পড়ে।

স্থানীয় ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ইদানিং মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় বোয়াল‌মাছ ধরা পড়ছে। জেলে আদু শেখ সহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বরশি পাতেন। শেষ রাতের দিকে তার বরশিতে এই মাছটি আটকা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রি জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসেন। ‌

এদিকে, বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক অনেকে। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন ভাগীদার মিলে মাছটি কিনে নেন।

মাছ ক্রয়করা ব্যাক্তিদের মধ্যে মোঃ বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৬২ হাজার টাকায় কেনেন মাছটি। এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে বলে তিনি জানান।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। ঝাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে এবং আমরা সেগুলো তদারকি করি। তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩