শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবির পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাঁচবিবি পৌর জামায়াতের অফিসে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বাছাইকৃত প্রায় ৫০ জন যুব নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাছুম এবং সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ আদম আলী।

উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং জয়পুরহাট-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস.এম. রাশেদুল আলম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকরাই একটি জাতির প্রাণশক্তি। ইসলাম প্রতিষ্টায় যুবসমাজের দায়িত্ব অপরিসীম। নবীজী (সা.)-এর সহচরদের অধিকাংশই ছিলেন তরুণ, যারা দ্বীনের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বর্তমান সময়েও ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আত্মশুদ্ধি, নিয়মিত তালিম ও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের মাধ্যমে একজন আদর্শ ইসলামী কর্মী হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিশুদ্ধির আন্দোলনে যুবকরা যদি সক্রিয় ও দৃঢ়ভাবে ভূমিকা রাখে, তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আসন্ন নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবকদের কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা যব বিভাগের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছারাও দারসূল কোরআন পেশ করেন পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইহাইয়া।

বক্তারা, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩