মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

রাজাপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে উত্তেজনা, হামলায় আহত ৩

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ এবং হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন) সকালে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার সদর ইউনিয়নের গোরস্থান রোড এলাকার বাসিন্দা কৃষক আব্বাস উদ্দীন হাওলাদার।

সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন মো. রানা। এতে অভিযোগ করা হয়, আব্বাস উদ্দীনের পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আত্মীয় মো. জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার, শাহজাহান হাওলাদার ও মাকসুদা বেগমের সঙ্গে বিরোধ চলছে।

গত দুই মাস আগে মাকসুদা বেগম বাদী হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরই ধারাবাহিকতায় ১৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা ভূমি অফিসের লোকজন সরেজমিনে তদন্ত করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় মাকসুদা বেগমের মেয়ের জামাই অহিদ সাইফুল ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে জমির সীমানার বেড়া ভেঙে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তারা আব্বাস উদ্দীনের চাচাতো ভাই সাইদুলকে মারধর করেন এবং সিয়ামের মাথায় আঘাত করেন, যাতে সিয়াম রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও অভিযোগে বলা হয়, অহিদ সাইফুল আব্বাস উদ্দীনের মেয়ে হাসিকে লাথি মেরে বাসার জিনিসপত্র ভাঙচুর করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা আরও অভিযোগ করেন, অহিদ সাইফুল আওয়ামী লীগপন্থী সাংবাদিক পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা কর্মকাণ্ডে জড়িত এবং তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল বলেও উল্লেখ করেন।

অন্যদিকে অভিযুক্ত অহিদ সাইফুল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি দেড়শ গজ দূর থেকে ভিডিও করছিলাম। তখন সাইদুল এসে আমাকে মারধর করে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে রয়েছে।”

এ ঘটনায় রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩