শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে শ্রমিক আহত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ চৌদ্দগ্রামে দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না: প্রেস সচিব প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত পাঁচবিবির জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত

সন্দ্বীপে পৌর বিএনপির আহবায়ক “রিপন তালুকদার” এর শোকসভা অনুষ্ঠিত

মাহমুদ মান্না, সন্দ্বীপ, চট্টগ্রাম:

১৪ জুন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন—তিনি ছিলেন দুঃসময়ে দলের ভরসাস্থল এবং মেহনতী শ্রমজীবী মানুষের অগ্রণী নেতা।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন,
“রিপন তালুকদার শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা। তাঁর মৃত্যুতে সন্দ্বীপ তথা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি একজন দক্ষ সংগঠককে হারাল।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, এম. এ. হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান।

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহম্মেদ হাসনাত।

এছাড়া আরও বক্তব্য রাখেন: আজমত আলী বাহাদুর, নাছিরুল কবির মনির তালুকদার, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, এডভোকেট নিজাম উদ্দিন, মোশারফ হোসেন, নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, নিঝুম খান, হাসান জসিম, এস এম মুরাদ চৌধুরী, শওকত তালুকদার প্রমুখ।

শোকসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাতী দল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম রিপন তালুকদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,
“তিনি ছিলেন একজন নির্ভীক সংগঠক, জনবান্ধব রাজনীতিবিদ এবং শ্রমজীবী মানুষের প্রকৃত বন্ধু।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩