মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০ চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

সন্দ্বীপে পৌর বিএনপির আহবায়ক “রিপন তালুকদার” এর শোকসভা অনুষ্ঠিত

মাহমুদ মান্না, সন্দ্বীপ, চট্টগ্রাম:

১৪ জুন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন—তিনি ছিলেন দুঃসময়ে দলের ভরসাস্থল এবং মেহনতী শ্রমজীবী মানুষের অগ্রণী নেতা।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন,
“রিপন তালুকদার শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা। তাঁর মৃত্যুতে সন্দ্বীপ তথা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি একজন দক্ষ সংগঠককে হারাল।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, এম. এ. হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান।

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহম্মেদ হাসনাত।

এছাড়া আরও বক্তব্য রাখেন: আজমত আলী বাহাদুর, নাছিরুল কবির মনির তালুকদার, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, এডভোকেট নিজাম উদ্দিন, মোশারফ হোসেন, নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, নিঝুম খান, হাসান জসিম, এস এম মুরাদ চৌধুরী, শওকত তালুকদার প্রমুখ।

শোকসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাতী দল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম রিপন তালুকদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,
“তিনি ছিলেন একজন নির্ভীক সংগঠক, জনবান্ধব রাজনীতিবিদ এবং শ্রমজীবী মানুষের প্রকৃত বন্ধু।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩