মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা):
কুরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজারে বসেছে বিশাল গরুর হাট। বুধবার সকাল থেকেই হাটজুড়ে দেখা গেছে ব্যাপক ক্রেতা-বিক্রেতার ভিড়। হাটে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের গরু, যার মধ্যে অনেক গরুই বিশাল আকৃতির এবং চোখে পড়ার মতো।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে এখানে বিক্রির জন্য তোলা হয়েছে। কিছু গরু ১৫-২০ মনের বেশি ওজনেরও রয়েছে। ক্রেতারাও তাদের সাধ্য অনুযায়ী ভালো মানের গরু খুঁজে নিচ্ছেন।
স্থানীয় একজন গরু ব্যবসায়ী বলেন, “ধনীরামপুর বাজারের হাটে এবার আগের চেয়ে অনেক বড় আকারের গরু এসেছে। দাম কিছুটা বেশি হলেও গরুর স্বাস্থ্য ভালো এবং বাজারে নিরাপত্তা ব্যবস্থাও ভালো।”
হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে আছেন। ক্রেতাদের যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধনীরামপুর গরুর হাট এখন শুধু একটি পশুর হাট নয়, এটি ঈদের আগে মুরাদনগরের মানুষের মিলনমেলাও হয়ে উঠেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩