শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি পঞ্চগড়ে টানা বৃষ্টিতে শীতের আগমনের বার্তা পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ হেলিকপ্টারে এসে একমাত্র মেয়ের শেষ বিদায় দিলেন প্রবাসী বাবা খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ
মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোমিন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে ছিলেন মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারওয়ার পারভেজ, এসআই মাহবুব, এএসআই শাহজাহান, এরশাদ ও সেলিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন পরিচালনায় পোলিং অফিসার হিসেবে ছিলেন তৌহিদ ইসলাম, ইমরান আলী, আল আমিন, মোঃ রুহুল আমিন, মোছাঃ মহসিনা বেগম ও মোছাঃ ইতি আক্তার।
সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে জাহিদুল ইসলাম ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কা প্রার্থী পান ১৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম তালা মার্কা নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কা প্রার্থী পান ১৬০ ভোট, এবং মই মার্কা প্রার্থী পান ৬৭ ভোট।
সহ-সভাপতি পদে গরুর গাড়ী মার্কা প্রার্থী ১৮৪ ভোট পেয়ে এগিয়ে থাকেন, অন্যদিকে টুপি পান ৫০, মাছ ৩৯, টেবিল ফ্যান ৯৪ এবং হরিণ মার্কা প্রার্থী পান ৯৯ ভোট।
সহ সাধারণ সম্পাদক পদে আনারস মার্কা প্রার্থী ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মোটরসাইকেল পান ১০৭ এবং মোরগ মার্কা প্রার্থী পান ১৪১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মাইক মার্কা ৩১১ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে হাতী মার্কা প্রার্থী পান ১৬০ ভোট।
কোষাধ্যক্ষ পদে আম মার্কা প্রার্থী ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, অপরদিকে সিএনজি মার্কা প্রার্থী পান ১৭৪ ভোট।
ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ট্রাক মার্কা প্রার্থী ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাল গাছ মার্কা প্রার্থী পান ১০১ এবং হাত পাখা মার্কা প্রার্থী পান ১০৭ ভোট।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো। নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩