শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

সিন্ডিকেটের যোগসাজশে একমাত্র দরদাতা আ’লীগ নেতা, অস্থায়ী গরু বাজার ইজারা বাতিল

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার অস্থায়ী গরু বাজারের দরপত্র ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কারসাজির অভিযোগে দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার দরপত্র মূল্যায়ন সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমার উপস্থিতিতে সিলগালা দরপত্র বাক্স খুলে মাত্র একটি শিডিউল পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিডিউলটি জমা দেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল।

জানা যায়, পৌরসভা কর্তৃপক্ষ বাজার ইজারার দরপত্র আহ্বান করে গত ১৫-২১ মে বিকেল পর্যন্ত দরপত্র বিক্রয় করা হয়। ২২ মে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত শিডিউল ড্রপ করার সময় নির্ধারণ করা হয়। দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সকলের উপস্থিতিতে বিক্রিত ১২টি শিডিউলের মধ্যে ১টি শিডিউল জমা হওয়ায় দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ৭৪ হাজার ৭৫০ টাকায় দরপত্র নির্ধারণ করা হয়। ৭৫ হাজার টাকায় একটি শিডিউল জমা পড়ে। এ ক্ষেত্রে আমাদের মনে হয়, কোনো একটি পক্ষ অথবা দরপত্র ক্রেতারা পূর্ব যোগাযোগের মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করার উদ্দেশ্যে সম্মিলিতভাবে তারা এই ব্যবস্থা নিয়েছে। এই কারচুপির মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করা হচ্ছে প্রতীয়মান হওয়ায় টেন্ডারটি বাতিল করা হলো এবং রি-টেন্ডারের আহ্বান করা হয়েছে।

অপরদিকে একইদিন বিকেলে উপজেলা পরিষদের  সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সকলের উপস্থিতিতে উপজেলা ৩৪টি গরু বাজারের শিডিউল বক্স খুলে দরপত্র মূল্যায়ন শেষে ৬ টি বাজারের অনিয়মের কারণে বাতিল করে ২৮ টি গরু বাজারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিঃ সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, সানোয়ার হোসেন প্রমুখ।

পৌরসভা গরু বাজারে একমাত্র সিডিউলটি জমা দেওয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল বলেন,দরপত্র বাতিলের বিষয় আমার কোন বক্তব্য নাই। পৌর প্রশাসক যেটা ভালো মনে করছেন তিনি তাই সিদ্ধান্ত দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩