বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করেছেন তরুণ সাংবাদিকরা: মাহমুদুর রহমান বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ ২৫ সালের চতুর্থ ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কুয়েটে নবীনদের ওরিয়েন্টেশন ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট ‎মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার জাবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেট ইউনিয়নের যাত্রা শুরু শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ

ইমন সরকার, ভালুকা :
পাঁচজন তরুণ—মোঃ আশিক, মোঃ রাকিব, মোঃ দেলোয়ার, মোঃ জিহাদ আর মোঃ পলাশ। পেশায় কেউ ফ্রিল্যান্সার, কেউ শিক্ষার্থী, কেউবা ব্যবসায়ী। আলাদা পেশা হলেও, একটি জায়গায় তাদের মন এক—গাজার মানুষের পাশে দাঁড়ানো।
তারা সবাই ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ছেলে। সেখান থেকেই তাদের মানবিক যাত্রা শুরু।
গল্পের শুরুটা হয় মোঃ আশিকের হাত ধরে। ইনস্টাগ্রামে এক ফিলিস্তিনি ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ হয়। কিছু ফান্ড পাঠান তিনি। ভিডিও কলে নিশ্চিত হন, টাকাটা ঠিকঠাক হাতে পৌঁছেছে, আর সঠিক কাজে লাগানোও হয়েছে। সেই ছোট্ট সাফল্যটাই সাহস জোগায় বড় কিছু করার।
এরপর ধাপে ধাপে তারা অর্থ সংগ্রহ বাড়াতে থাকেন। নিজেদের জমানো টাকা, পরিচিতজনদের সহায়তা আর স্থানীয় মানুষের অনুপ্রেরণায় তারা এখন পর্যন্ত মোট প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা পাঠিয়েছেন গাজার মানুষের সহায়তায়।
এই অর্থ দিয়ে কেনা হয় গম, শাকসবজি, রুটি, পানি, তেল, লবণ, আলু, পেঁয়াজ—প্রয়োজনীয় খাবারের ঝুড়ি। গাজার খান ইউনিস অঞ্চলের এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান আব্দুল্লাহ আর তার টিম প্রায় ৩০টি পরিবার, মানে আনুমানিক ২০০ জন মানুষের হাতে পৌঁছে দেন এই খাদ্যপণ্য।
শুরুতে অনেকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু গাজা থেকে যখন আব্দুল্লাহ আর ইব্রাহিম ভিডিও মেসেজ পাঠালেন, টাকা ও খাবারের প্রমাণ দেখালেন, তখন সবাই বিশ্বাস করতে শুরু করল।
গাজার মানুষ কৃতজ্ঞতায় ভেসে গেছে। আব্দুল্লাহ, ইব্রাহিম আর তাদের পরিবার ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন। এমনকি আব্দুল্লাহ আশিকের ছবি দিয়ে ব্যানার বানিয়ে খাদ্য বিতরণ করেছেন। একবার ভিডিও কলে আব্দুল্লাহর মায়ের সঙ্গেও কথা বলেন আশিক।
এই মানবিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছেন ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন,
“আমি ভালুকার প্রতিটি মানুষকে আহ্বান জানাই—গাজার এই সংকটকালে আমরা যেন যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। এই সহানুভূতিই আমাদের সত্যিকারের পরিচয়।”
তিনি তরুণদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে যেকোনো মানবিক কর্মকাণ্ডে প্রশাসনিক পর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
গাজার আব্দুল্লাহ তার ভিডিও বার্তায় ভালুকাবাসী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “ভালুকা আমাদের জন্য শুধু একটি স্থান নয়, এখন এটি এক আশার নাম।”
এই সাহসী তরুণরা বর্তমানে পরিকল্পনা করছেন ভালুকার প্রতিটি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সচেতনতা বাড়ানো এবং তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করার। তারা চান—এই মানবিক প্রয়াস যেন বড় পরিসরে দীর্ঘমেয়াদে কাজ করে যেতে পারে।
ভালুকা আজ প্রমাণ করেছে—ইচ্ছা আর সাহস থাকলে ক্ষুদ্র হাতগুলোও অনেক বড় পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে।
এ যেন মানবতার জয়গান, এক চিরন্তন ‘ভালুকা থেকে গাজা’ সংযোগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩