মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

পাবনার চাটমোহরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে দেশীয় অস্ত্র এবং ওই গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।

স্থানীয় সূত্র জানাযায়,ইদ্রিস ও তার স্ত্রী  দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁনসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনা সদস্যরা। প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাড়িতে রাখা মাটির নিচে পলিথিনে মুড়ানো ৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) ও দেশীয় অস্ত্র দুটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করে সেনাবাহিনী।
পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে ইদ্রিস আলী আগে থেকেই পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন বলেন, প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি।
পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃত রুবিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রুবিয়া এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। গাঁজা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় চাটমোহর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃত রুবিয়া খাতুনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩