শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পূবাইলের করমতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২ বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন ‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার শিবগঞ্জ অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা ‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনজন ব্যক্তিকে কোপানোর উদ্দেশ্যে রামদা হাতে আসার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে চবির শাহ আমানত হল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নিরাপত্তাকর্মীর নাম নূর ইসলাম বিপ্লব, যিনি ‘আতঙ্ক বিপ্লব’ নামে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা এজাহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূর ইসলাম বিপ্লবের সঙ্গে তার স্কুলজীবনের কয়েকজন জুনিয়রের চোরাই মোবাইল বিক্রিকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওই তিন ব্যক্তি বহিরাগত হলেও শাহ আমানত হলের এক শিক্ষার্থীর তত্ত্বাবধানে হলে অবস্থান করছিলেন। বিরোধের খবর পেয়ে নূর ইসলাম বিপ্লব রামদা হাতে হলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হলের কয়েকজন শিক্ষার্থী তাকে হাতেনাতে আটক করে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, “রাতে আমাদের টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় পাঠিয়েছে। মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,“ঘটনার পর তাকে পুলিশ থানায় পাঠানো হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, তাই প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”

উল্লেখ্য, অভিযোগ রয়েছে চবি ল্যাবরেটরি কলেজে অধ্যয়নকালে নূর ইসলাম বিপ্লব চবি ছাত্রলীগের ইকবাল গ্রুপের কর্মী ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩