মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬ জন এমপি প্রার্থী (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল সাড়ে ৩ টা থেকে পর্যায়ক্রমে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর-১ আসনে মোঃ মতিউর রহমান, দিনাজপুর-২ আসনে অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনে অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনে মোঃ আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ আসনে মোঃ আনোয়ার হোসেন ও দিনাজপুর-৬ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি রাজীবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, জেলা উত্তর সভাপতি রাসেল রানা, জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু, ৬ আসনের আসন পরিচালক, সদস্য সচিব ও উপজেলা আমীর এবং সেক্রেটারি সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩