মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সদর ৩ রামু ও ঈদগাঁও আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও শহীদুল আলম বাহাদুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান এর কাছে সংসদীয় আসন- ৩ কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও এর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তানজিলা তাসনিম কাছেও মনোনয়ন ফরম জমা দেন।
কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন ভিপি বাহাদুর । তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি সম্পাদক লুৎফর রহমান কাজল ।
মনোনয়ন জমা দেয়ার পর ভিপি বাহাদুর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছি। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জনগণ শত স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে কক্সবাজার -৩ আসনে সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩