মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম বাদশা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলার ১৪৫ নম্বর সংসদীয় আসন হিসেবে পরিচিত শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাইসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, সব প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩